চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ওপেন এআইয়ের নতুন সিইও হচ্ছেন এমমেট শিয়ার

ওপেন এআই এর নতুন সিইও হচ্ছেন অ্যামাজনের গেম-স্ট্রিমিং সাইটের সাবেক সিইও এমমেট শিয়ার। চলতি বছরের শুরুতেই সেখান থেকে পদত্যাগ করেছেন তিনি।

আজ (২০ নভেম্বর) সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনবিসি একটি এক্স (টুইটার) পোস্টের মাধ্যমে জানিয়েছে, ওপেন এআই এর সিইও পদে নিয়োগ পেয়েছেন এমমেট শিয়ার। চলতি বছরের শুরুতেই অ্যামাজনের গেম-স্ট্রিমিং সাইটের সিইও পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

Bkash

বিবিসি জানিয়েছে, গতকাল (১৯ নভেম্বর) রোববার ওপেন এআই এর সিইও পদ হারানোর পর গতকাল এই প্রতিষ্ঠানের সদর দপ্তরে গিয়েছিলেন সাবেক সিইও স্যাম অল্টম্যান। ধারণা করা হচ্ছিল তিনি ওপেনএআইয়ে ফিরতে পারেন। তবে সেই ধারণা ভেঙ্গে সন্ধ্যায় ওপেন এআই জানায় তারা তাদের সিদ্ধান্তে দৃঢ়ভাবে অটল আছে।

Reneta June

গত শুক্রবার অজানা কারণে চ্যাট জিপিটির মূল সংস্থা ওপেন এআই-এর সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় স্যাম অল্টম্যানকে। তার জায়গায় মীরা মুরাতীকে অন্তর্বর্তীকালীন সিইও পদে নিয়োগ করে ওপেন এআই। তবে এবার সংস্থার নতুন সিইও পদের দায়িত্ব গ্রহণ করলেন এমমেট শিয়ার।

এমমেট শিয়ার ভিডিও স্ট্রিমিং সার্ভিস টুইচের একজন সহ-প্রতিষ্ঠাতা। তাকে নিয়োগ দেওয়ার পর ওপেনএআই-এর কর্মীদের মেমোতে বলা হয়েছে, তার মধ্যে দক্ষতা, বিচক্ষণতা এবং সম্পর্কের অনন্য মিশ্রণ রয়েছে যা ওপেনএআইকে আরও এগিয়ে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View