চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যে বিশেষ কারণে জয়াকে বিয়ে করেন অমিতাভ!

KSRM

দাম্পত্য জীবনের ৪৯ বছর পার করে ফেলেছেন বলিউডের প্রবীণ তারকা জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাদের দীর্ঘ এই পথ চলায় নানা উত্থান পতনের মাঝেও একে অপরের সঙ্গী হয়ে থেকেছেন সবসময়।

তবে পরিণয়ের পূর্বে প্রণয়কালে ঠিক কোন বিশেষ কারণে জয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিতাভ তা কি জানেন?

Bkash July

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আসন্ন এপিসোডে দেখা যাবে জয়ার কোন জিনিসটা অমিতাভের সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে সেই প্রমো শেয়ার করা হয়েছে অনলাইনে।

প্রতিযোগী প্রিয়াঙ্কা মহর্ষির সঙ্গে কথা প্রসঙ্গে অমিতাভ তার লম্বা চুলের প্রশংসা করেন। আর তারপরই বলেন জয়াকেও এই কারণেই তার মনে ধরেছিল।

Reneta June

অমিতাভের কথায়, ‘আমি আমার বউকে বিয়ে করেছিলাম এই একটাই কারণে। কারণ ওর চুল খুব লম্বা ছিল।’ যা শুনে সেটে উপস্থিত সকলেই হাততালি দিয়ে ওঠে।

১৯৭১ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের সিনেমা ‘গুড্ডি’র সেটে প্রথম আলাপ হয় অমিতাভ আর জয়ার। এরপর তারা একাধিক সিনেমায় কাজ করেছেন একসঙ্গে। যার মধ্যে রয়েছে ‘জঞ্জির’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘শোলে’, ‘কাভি খুশি কাভি গম’ সহ আরও বেশ কিছু ছবি। ১৯৭৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View