সোসাইটির এই সময়ের গল্পগুলো তুলে ধরে ওয়েব ফিল্ম ‘অসময়’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে এটি। ওয়েবে আসক্ত দর্শকরা এরপর থেকে অসময়-এ মজেছেন। সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা যাচ্ছে, সব শ্রেণির দর্শক ‘অসময়’ দেখে প্রশংসা করছেন।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, নির্মাতা অমির মুন্সিয়ানার পাশাপাশি কে কার চেয়ে ভালো অভিনয় করছে তা নিয়ে আলোচনা হচ্ছে!
তারকা বহুল ওয়েব ফিল্ম ‘অসময়’ এ অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, শ্বাশত দত্ত, সুমন পাটোয়ারি, শিমুল শর্মা, লামীমা লাম, ইশরাত জাহিন এবং বিশেষ চরিত্রে হাজির হয়েছেন জিয়াউল হক পলাশ।
বুধবার এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে নির্মাতা, শিল্পী, কলাকুশলীরা ওয়েবটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। অসময়-এর সঙ্গে জড়িত নয় এমন সব দেশের নামী নির্মাতা শিল্পীরা এটি দেখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধিকাংশই একটাই কথা বলছিলেন, এটি সিনেমা হিসেবে মুক্তি দেয়া উচিত! এদিকে, ওয়েবে মুক্তির পর দর্শকও একই কথা বলছেন। তাদের ভাষ্য, আড়াই ঘণ্টার বেশি সময়ের এই কনটেন্টটি তারা এক বসাতেই দেখে ফেলেছেন!
মুক্তির পর থেকে সব শ্রেণির দর্শকদের প্রশংসায় ভাসছেন নির্মাতা অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত এই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বললেন, অনেক কনটেন্ট বানিয়েছি। কিন্তু আমার জীবনে এতো দ্রুত এতো সাড়া কোনো কাজ থেকে পাইনি। মুক্তির পর মানুষের যেভাবে ভালোবাসা পাচ্ছি, এমন সব মানুষ আমাকে ফোন করছেন যারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিখ্যাত ব্যক্তিত্ব। কিছু কিছু মানুষের ফেসবুক রিভিউ সত্যি আমাকে আবেগি করছে।
অনেকেই বলছেন অসময় কেন সিনেমা হলে মুক্তি দিলেন না? অমির উত্তর, হলের জন্য যেটা বানাবো সেটা আরও বড় কিছু করবো। সিনেমা বানানোর জন্য যে অনুশীলন যেটা অসময়ের মাধ্যমে অভিজ্ঞতা নিয়েছি। আমাকে যারা ভালোবাসে আমি তাদের জন্য আরও ভালো উপহার দিয়ে যাবো। এর আগে যেসব কনটেন্ট বানিয়েছি ভালো ইন্সপায়ারের পাশাপাশি কিছু সমালোচনা ছিল। যেটা সাধারণ বিষয়। কিন্তু অসময়-এ নেগেটিভ কিছু পাইনি।
এর আগে বঙ্গ’র প্রযোজনায় ব্যবসা সফল ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’ বানিয়েছিলেন অমি। এই প্রডাকশনের প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘হোটেল রিলাক্স’ বঙ্গের সবচেয়ে সাকসেসফুল কনটেন্ট। অসময়ের ওপেনিংটা হোটেল রিলাক্সের চেয়েও ভালো হয়েছে। অমির উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস, পে করে যারা অসময় দেখছেন বা আগামীতে দেখবেন তারা সময় এবং অর্থ কোনটাই বৃথা যাবে না।
টানটান উত্তেজনাপূর্ণ এই গল্পটিতে নির্মাতা অমি’র যেই মুন্সিয়ানা, সেই কমেডিরও কোনো কমতি নেই। ফিল্মটি দেখে কখনও কখনও চোখের পাতা ভিজে উঠলেও নির্মল আনন্দে বারবার হেসে উঠতে বাধ্য হবেন দর্শক। এমনটাই বলছেন ‘অসময়’ এর নির্মাণ সংশ্লিষ্টরা।








