চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘বিদেশ’ করতে গিয়ে অমি-পলাশ-মিশুদের ভয়াবহ অভিজ্ঞতা!

ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ উন্নত বিশ্বে অবৈধ পথে পাড়ি দেয়ার চেষ্টা করেন। এ নিয়ে বহু মর্মান্তিক খবর দেশী-বিদেশি মিডিয়ায় উঠে এসেছে। সমকালীন এই সংকটের গল্প এবার নাটকে তুলে আনছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

গ্রামের কয়েকজন বিভিন্ন প্ররোচনায় পড়ে ট্রলারে ড্রামে করে পাড়ি জমাতে চায় মার্কিন মুলুক। এরপর কী ভয়াবহতার সম্মুখীন হতে হয়, সেই গল্পেই অমি নির্মাণ করেছেন ‘বিদেশ’ নামের একটি নাটক।

বঙ্গোপসাগরে তীরবর্তী সন্দ্বীপ এলাকায় সাতদিন শুটিংয়ের মাধ্যমে এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানালেন জনপ্রিয় এই নির্মাতা।

‘একটি সন্দেহের গল্প’ নাটকের এই নির্মাতার কথা, সন্দ্বীপ দুর্গম এরিয়া। হঠাৎ বৃষ্টি, নদীর ঢেউ এসবের মধ্যে শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।

গ্রামে নানান কিসিমের চরিত্র থাকে যারা অল্পতে বড়লোক হতে চায়। কম শিক্ষিত হওয়ায় তারা জানে না কীভাবে আমেরিকা যেতে হয়। একসময় দালালের মাধ্যমে ঝুঁকি নিয়ে টারজান ভিসায় অতীতে কেউ কেউ আমেরিকা গিয়ে ভাগ্য বদলেছে এই উদাহরণ দেখালে তারাও সেখানে যেতে চায়।

তখন তারা ট্রলারের ড্রামে ঢুকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিয়ত ঘটা এমন বাস্তবচিত্র নানা নাটকীয়তা ও ফান কমেডি দেখানো হয়েছে ‘বিদেশ’-এ। নির্মাতা অমি জানান, আকবর হায়দার মুন্নার প্রযোজনায় আসন্ন ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে ‘বিদেশ’ প্রচারিত হবে।

‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের নিয়ে অমি যতগুলো সিঙ্গেল নাটক বানিয়েছেন প্রায় সবগুলোই আলোচিত হয়েছে। তার ভাষ্য, বিদেশ ‘সো ফার বেস্ট ওয়ার্ক’ হতে যাচ্ছে। অনেক কষ্ট করে শুটিংয়ের পর কিছু কাজ থাকে যা আত্মবিশ্বাস এনে দেয়; ‘বিদেশ’ শুটিংয়ের পর সেই ইমোশন ও ফিল পাচ্ছি।

সন্দ্বীপ-এর নদীতে শুটিং করতে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে অমি বলেন, মৃত্যুভয় কী জিনিস সেটা এবার শুটিং করতে গিয়ে টের পেয়েছি। ট্রলারে বিকেল পাঁচটা পর্যন্ত শুটিংয়ের কথা ছিল। কিন্তু শুটিং করতে গিয়ে সাতটা বেজে যায়। ভাটা পড়ায় ফিরতি পথে ট্রলার আসতে পারেনি। তখন ছোট নৌকা ফেরার কারণে ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে থাকে। মিশু ভাই, পলাশ সাঁতার জানে না। তারা নির্বাক হয়ে যায়। আমরা সবাই দোয়া দরুদ পড়তে থাকি। ট্রলারে ১০ মিনিটের সেই পথ অন্ধকারে নৌকায় আসতে মনে হয়েছে কয়েক ঘণ্টা ধরে পাড়ি দিয়েছি, ভয়াবহ অভিজ্ঞতা!

অমি জানান, তার পুরো টিম ‘ডুয়িং সামথিং নিউ এন্ড বিগ প্রজেক্ট’ উপহার দেওয়ার জন্য এত কষ্ট করেছেন। তিনি বলেন, টিম শক্তিশালী বলে এত প্রতিবন্ধকতা মোকাবিলার পরে ঠিকভাবে কাজ শেষ করেছি। আমার বিশ্বাস দর্শক ‘বিদেশ’ দেখে নতুন ধরনের লটস অব ফান এন্ড এন্টারটেইনমেন্ট পাবেন।

বিদেশ-এ অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমা।

Labaid
BSH
Bellow Post-Green View