চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঈদে ব্যাটারির গলি মাতাবেন তারা!

‘ফিমেল ৩’ ঈদের চতুর্থদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে

KSRM

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ফিমেল’ এবং ‘ফিমেল ২’ নাটকের কথা মনে আছে? বডি সোহেল, এতিম আকবর, কুত্তা সেলিম, ড্যান্স শাহ্‌ আলম, লাবু কমিশনার চরিত্রগুলো নিয়ে ঢাকার এক মহল্লায় বসবাসকারী একদল মানুষের গল্পে নির্মিত এই দুটি নাটক সাড়া ফেলে দিয়েছিলো।

আসন্ন কোরবানির ঈদে ব্যাটারির গলির সেই সব বাসিন্দাদের গল্পে ‘ফিমেল ৩’ বানিয়েছেন নির্মাতা অমি। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। নাটকটির ১০ জন অভিনেতাকে নিয়ে মঙ্গলবার একটি পোস্টার প্রকাশিত হয়েছে!

Bkash

পোস্টারে আছেন পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, মারজুক রাসেল, মুসাফির বাচ্চু, শিবলু, শিমুল, পাভেল, শরাফ আহমেদ জীবন এবং সুমন পাটোয়ারি।

ইউটিউব থেকে কোটি দর্শক ফিমেল-এর দুই কিস্তি দেখেছে। তাদের কাছে এর প্রতিটি চরিত্রই উপভোগ্য। নতুন কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা, ফিমেল ৩ দর্শকদের মাতাবে! পরিচালক অমি বলেন, সেই চরিত্রগুলো এখন কে কী করছে কোথায় কেমন আছে সেগুলো নিয়ে কাজ করবো। ‘ফিমেল ৩’ ঈদের চতুর্থদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। পরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাবে।

Reneta June

জমজমাট কিছু হবে উল্লেখ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি বলেন, যে চরিত্রগুলো দর্শক দেখেছে সেগুলোর পরের গল্পগুলো নতুনভাবে পাবে।

সিরিয়াল থেকে খণ্ড নাটক, সবকিছু সিক্যুয়ালে বানালে অনেকটা রিস্ক নিতে হয়! এদিক থেকে জুড়ি নেই অমির। তার প্রতিটি সিক্যুয়াল দুর্দান্তভাবে সফল হয়েছে। ‘ফিমেল’র নতুন সিক্যুয়াল প্রসঙ্গে তিনি বলেন, দর্শক বেশি চাইলে আমি সেই গল্প নিয়ে ভাবি।

“এনার্জি নিয়ে গল্প তৈরি করতে গিয়ে নিজে বেশি মজা পেলে সেই কাজটি করি। ‘ফিমেল ৩’ গল্প নিয়ে আমি নিজে কনভিন্সড। এজন্য কাজটি করেছি।”

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View