চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শুক্রবার সারাদেশে ‘ওমর ফারুকের মা’, পরদিন বিটিভিতে

শুক্রবার বিজয়ের ৫১ বছর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে ১৬ ডিসেম্বর বিনা টিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক ৯টি চলচ্চিত্র দেখানো হবে। তারমধ্যে একমাত্র শর্টফিল্ম হিসেবে আছে জাহিদুর রহমান বিপ্লবের ‘ওমর ফারুকের মা’।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহসমূহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সে তালিকায় ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো, ২টি প্রামাণ্য চলচ্চিত্র সহ একমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’র নাম রয়েছে।

এ বিষয়ে নির্মাতা জাহিদুর রহমান বিপ্লব জানিয়েছেন, এমন সুযোগ পাওয়ায় ‘ওমর ফারুকের মা’ এর পুরো টিম কৃতজ্ঞ। তিনি জানান, ১৬ ডিসেম্বর সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রেক্ষাগৃহসমূহে চলচ্চিত্রটির প্রদর্শনী এবং বিজয় দিবসকে ঘিরে ১৭ ডিসেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড এ প্রিমিয়ার হতে যাচ্ছে।

বাংলাদেশের সরকারের অনুদানে (২০১৭-২০১৮) বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিচ্ছিন্ন সত্য একটি ঘটনার ছায়া অবলম্বনে’ “ওমর ফারুকের মা” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। আগামিতে চলচ্চিত্রটি আরও বেশি মানুষের কাছে কীভাবে পৌঁছে দেয়া যায়, সেটা ভাবছি।

নির্মাতা বলেন, সুন্দর এই কাজটি মানুষ দেখবে, মুক্তিযুদ্ধের আর একটি টুকরো চিত্র সম্পর্কে জানতে পারবে- এটুকুই উদ্দেশ্য। চলচ্চিত্রটির বাণিজ্যিক কোনো দৃষ্টিভঙ্গি নেই।

Labaid
BSH
Bellow Post-Green View