চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়া থাকলে অলিম্পিক বয়কট করতে পারে ৪০ দেশ

২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশ অংশ নিলে বয়কট করতে পারে অন্তত ৪০ দেশ। পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটন মন্ত্রী কামিল বোর্টনিচক এমন মন্তব্য করেছেন।

‘শুধু ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও কানাডাসহ অন্তত ৪০ দেশ অলিম্পিক বর্জন করতে পারে। যদি অলিম্পিক গেমস বর্জন করতে হয়, আমরা সেই জোটের অংশ হতে চাই। আর জোটগত বয়কট হলে আসরটি তার গুরুত্ব হারাবে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ২০২৪ অলিম্পিকে রাশিয়া ও বেলারুশ অ্যাথলেটদের অংশগ্রহণ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেছে। ‘নিরপেক্ষ’ হয়ে প্রতিযোগিতায় এ দুদেশের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন, এটিকে একটি সুন্দর সমাধান বলছে আইওসি।

এরমধ্যেই রাশিয়া ও বেলারুশ খেলোয়াড়দের নিরপেক্ষ পতাকায় খেলতে দেয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ড।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোয় রাশিয়া আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে একরকম নিষিদ্ধই আছে। রাশিয়াকে যুদ্ধে সহযোগিতা করায় বেলারুশের ক্রীড়াবিদদেরও নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে।

গত সপ্তাহের ঘোষণায় আইওসি বলেছে, শুধু পাসপোর্টের কারণে ক্রীড়াবিদদের কোনো প্রতিযোগিতায় অংশ নেয়ায় বাধা দেয়া উচিত হবে না। এরপর থেকে উত্তাপ বাড়ছে প্যারিস মহাযজ্ঞ ঘিরে।