এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত আগস্টের শেষ সপ্তাহে দানি ওলমোর অস্থায়ী নিবন্ধন সেরেছিল বার্সেলোনা। ডিসেম্বরে শেষ হচ্ছে স্পেন তারকার নিবন্ধন মেয়াদ। মৌসুমের বাকি সময়ে ২৬ বর্ষী ফরোয়ার্ডকে খেলাতে ফের নিবন্ধন করতে হবে কাতালান ক্লাবটিকে। যা করতে বেগ পেতে হচ্ছে লা লিগা জায়ান্টদের।
মূলত বার্সার আর্থিক অবস্থার কারণে লা লিগার নিবন্ধিত খেলোয়াড় হতে পারছিলেন না ওলমো। পরে দীর্ঘ মেয়াদি চোটে আক্রান্ত ক্রিস্টেনসেনের জায়গায় ওলমোর অস্থায়ী নিবন্ধন করে বার্সা। লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি একটি উল্লেখযোগ্য সময়ের জন্য ছিটকে যায়, তাহলে ক্লাবগুলো তাদের খরচের সীমা বাড়ানোর সুযোগ পায়। সেই সুযোগের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে।
ওলমোর স্থায়ী নিবন্ধনেও বার্সার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অবস্থা। স্পেন ফরোয়ার্ডকে নিবন্ধন করতে লা লিগার আর্থিক নিয়ম পূরণে এখনও সক্ষম হয়নি বার্সেলোনা। অবশ্য ওলমোর নিবন্ধন করতে কঠোর পরিশ্রম করছেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। প্রয়োজনীয় তহবিল জোগানে বেশকিছু পরিকল্পনা নিয়েছেন।
বার্সেলোনা ইতিমধ্যে স্পোর্টস ওয়্যার প্রতিষ্ঠান ‘নাইকি’র সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। যদিও সেই চুক্তি ওলমোর নিবন্ধনের জন্য যথেষ্ট নয়। তবে লা লিগাকে আয়ের নথি দিয়েছে বার্সা।
ওলমোর নিবন্ধন করাতে স্পন্সরশিপ খুঁজছে বার্সেলোনা। নাইকির সাথে এ বিষয়ে কথা হলেও তারা আগ্রহ দেখায়নি। স্পন্সর জোগাড় না হলে ভিন্ন পরিকল্পনা আছে লাপোর্তার। অর্থ আয়ের জন্য গ্রীষ্মে এশিয়া সফরের কথা ভাবছে ক্লাবটি।








