দেশের জনপ্রিয় গীতিকার সোমেশ্বর অলি এবার কলকাতার ছবিতে গান লিখলেন। প্রসেনজিৎ অভিনীত ‘অমর সঙ্গী’ নামে নতুন করে টলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। যেখানে প্রেমের সঙ্গে মিশে যাবে ভূতের ভয় আবার থাকবে কমেডিও।
দিব্য চ্যাটার্জির পরিচালনায় এতে জুটি বেঁধেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। এ ছবিতে ‘পুরনো প্রেমের পদ্য’ নামে একটি গান লিখলেন সোমেশ্বর অলি।
তিনি বলেন, ‘সোহিনী-বিক্রম অভিনীত ছবিটিতে লিখেছি, আগামী ৩১ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এর আগেই আসবে গান। এটা কলকাতায় আমার প্রথম গান। এর সংগীত করেছেন অর্কপ্রভু।
শাকিব খানের ‘প্রিয়তমা’য় তুমুল আলোচিত হয় অলির লেখা ‘ঈশ্বর’ গানটি। আর কলকাতায় যুক্ত হওয়ার পেছনে ‘ঈশ্বর’ও হাত রয়েছে বলে জানান এই গীতিকার।
বিখ্যাত গান ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’-এর গীতিকার অলির ভাষ্য, ‘বাংলাদেশি একজন সাংবাদিকের সঙ্গে কানে পরিচয় হয়েছিল ওই নির্মাতার। নির্মাতা “ঈশ্বর” গান শোনার পর ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে এবং আমার সঙ্গে কথা বলে।’
সম্প্রতি অবমুক্ত হয়েছে ‘অমর সঙ্গী’র পোস্টার। এতে দেখা যাচ্ছে সাদা কালো সোহিনী হাঁ করে যেন ভয় দেখাচ্ছেন। আর তার ঘাড়ে চেপে হাসছেন বিক্রম। ফলে পোস্টার দেখেই খানিক আন্দাজ করা যাচ্ছে যে, কাকে এই সিনেমাতে ভূতের চরিত্রে দেখা যেতে পারে।
যদিও সেই অনুমান কতটা সত্যি সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে। এটি প্রযোজনা করেছেন অভিনব ঘোষ, ড্রিমস অন সেল এবং হ্যান্ডিক্রাফট পিকচার্স।







