গত নভেম্বরেই ক্যানসারের কাছে হেরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এবার জানা গেল, তার মা শিখা শর্মাও একই রোগে আক্রান্ত।
জানা গেছে, ঐন্দ্রিলার মায়ের ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে চলছে কেমোথেরাপি। ১৪ বছর আগে প্রথম ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন শিখা শর্মা। মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার ঠিক আগেই ক্যানসার ফিরে আসার রিপোর্ট হাতে পান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঐন্দ্রিলার মা আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘ঠিক কথাই, আমি আবার ক্যানসার আক্রান্ত! ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে, কেমো চলছে। আগামী ১৩ জানুয়ারি কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে ঐন্দ্রিলার মা শিখা শর্মার অস্ত্রোপচার হবে।’
ঐন্দ্রিলাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত পুরো পরিবার। শিখার কথায়, বেঁচে থাকতে হয় তাই আছি। আমি এবং ঐন্দ্রিলার বাবা একদম ভালো নেই। সামনে বড় সার্জারি। তবু চিন্তা হচ্ছে না। যা হয় হবে।

গত বছর ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি৷ অভিনেত্রীর মা শিখাও প্রথম বিয়ের আগে ক্যানসারে আক্রান্ত হন। তারপর সুস্থ হয়েছিলেন। ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও ক্যানসারের লক্ষণ দেখা দেয় তার।
ঐন্দ্রিলা নিজেও দুইবার ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শেষবার স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর আর কোমা থেকে ফেরেননি।
সূত্র: আনন্দবাজার