
আরব নেতারা এবং ইরানের প্রেসিডেন্ট আজ শনিবার সৌদির রাজধানীতে হওয়া এক বৈঠকে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ভয়াবহ ধ্বংস ও মানবিক বিপর্যয়ের মধ্যে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) আজ এই জরুরি বৈঠকে বসছে। আরব নেতার এই সংঘাত অন্যান্য দেশে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন।
সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব ইসরায়েল কর্তৃপক্ষকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ী করেছে। তিনি বলেছেন, আমরা নিশ্চিত যে এই অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায় হল দখল, অবরোধ এবং বসতি স্থাপনের অবসান।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসলামিক দেশগুলোর উচিত ইসরায়েলি সেনাবাহিনীকে গাজায় তাদের আচরণের জন্য একটি “সন্ত্রাসী সংগঠন” হিসেবে চিহ্নিত করা।

বৈঠকে নেতারা অন্যান্য দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার দাবির ওপর জোর দিতেই এই বৈঠক।
বিজ্ঞাপন