চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকল বাংলাদেশ

সেমিফাইনালে খেলার আশা নিয়ে ভারতে পা রাখা বাংলাদেশ ক্রিকেট দল হতশ্রী পারফরম্যান্সে বিশ্বকাপে আলো ছড়াতে পারেনি। যদিও টুর্নামেন্ট থেকে এখনও কিছু পাওয়ার আছে লিটন-শান্তদের। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পয়েন্ট টেবিলের শীর্ষে আটে থেকে বিশ্বকাপ মিশন শেষ করার লাল-সবুজ বাহিনীর ভালো সুযোগ আছে।

বাংলাদেশের মূল লড়াইটা ছিল শ্রীলঙ্কার সঙ্গে। সমীকরণের সেই লড়াইয়ে লঙ্কানরা আর কোনোভাবেই টিম টাইগার্সকে পেছনে ফেলতে পারবে না। কারণ শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সকল সম্ভাবনা শেষ হয়ে গেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে শনিবার খেলা শুরুর আগে আট ম্যাচ খেলে বাংলাদেশ ২ জয়ে পেয়েছে ৪ পয়েন্ট। লঙ্কানদের পয়েন্টও ৪। কিন্তু নেট রানরেটের হিসেবে টেবিলে এগিয়ে আছে বাংলাদেশ। রানরেট বাংলাদেশের -১.১৪২, শ্রীলঙ্কার -১.৪১৯।

টাইগারদের দেয়া ৩০৭ রানের জয়ের লক্ষ্য অজিরা যদি ২২.৪ ওভারের ভেতর তাড়া করতে পারতো, তাহলে রানরেটে শ্রীলঙ্কার পেছনে পড়তো বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৩ ওভারে ২ উইকেটে ১৩৯ রান। অর্থাৎ, ক্যাঙ্গারুরা এ ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলের আটেই থাকবে বাংলাদেশ। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা সাকিবদের ভালোভাবেই রয়েছে।

রোববার বেঙ্গালুরুতে লিগপর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। আসরের একমাত্র অপরাজিত দল টিম ইন্ডিয়াকে হারানোর মতো বড় অঘটন ঘটাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে ডাচরা টেবিলের সেরা আটের ভেতর চলে আসবে। কমলা কাহিনী তখন পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। বাস্তবতার বিচারে সেই সম্ভাবনা তেমন না থাকায় কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারে বাংলাদেশ।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View