বাছাইপর্ব পেরিয়ে নেদারল্যান্ডসকে বিশ্বকাপের লড়াইয়ে উত্তীর্ণ করার নেপথ্য নায়ক লোগান ফন বিক ও বাস ডে লেডে। আগামী মাসে ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে দুই তারকাকে রেখে শক্তিশালী দল দিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দেয় নেদারল্যান্ডস। ফিরেছেন পল ফন মিকেরেন, রোয়েলফ ফন ডার মারওয়ে ও কলিন অ্যাকারম্যান। এবছর জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইপর্বে দলে ছিলেন না তারা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে ফিরেছেন বিশ্বক্রিকেটের বড় আসরে।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডে লেডে, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ফন মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মেরওয়ে, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ, সাইব্র্যান্ড এঞ্জেলব্রেচট।








