
ওয়ানডে বিশ্বকাপের জন্য আগেই ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জায়গা পাননি রবীচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ অফস্পিনার শেষমুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকতে পারেন, ইঙ্গিত অধিনায়ক রোহিত শর্মার।
ভারতের স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদ্বীপ যাদব। স্পিন অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডারের ছোড়া থ্রোয়ে কব্জিতে চোট পান অক্ষর। ফাইনালের আগে তার ব্যাকআপ হিসেবে অশ্বিনের পরিবর্তে আরেক অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে স্কোয়াডে আনা হয়। শ্রীলঙ্কা মাত্র ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হওয়ায় ওয়াশিংটন বোলিংয়ের সুযোগ পাননি।
রোহিত অবশ্য পরে স্পষ্ট করেছেন, এশিয়া কাপের দলে ওয়াশিংটন সুযোগ পেলেও সেটি অশ্বিনের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধার কারণ হবে না।

‘একজন স্পিন অলরাউন্ডার হিসেবে সম্ভাবনার সারিতে অশ্বিন আছেন। আমি তার সাথে ফোনে কথা বলেছি। খেলোয়াড়দের ভূমিকা নিয়ে আমার স্বচ্ছ ধারণা আছে। সবাই সুযোগ লুফে নিতে প্রস্তুত।’
আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপে অংশ নিতে চলা দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। সেক্ষেত্রে অশ্বিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়া বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।