
রাত পোহালেই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে গড়াবে ১৩তম বিশ্বআসরটি। উদ্বোধনের দুদিন পর বাংলাদেশের মিশন শুরু হবে। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্যাট-বলের স্বপ্ন বুনতে নামবে টিম টাইগার্স।
টুর্নামেন্টে মোট ৪৮ ম্যাচ হবে, যার মধ্যে ৪৫টি গ্রুপপর্বের। গ্রুপপর্বে প্রতিটি দল একে-অপরের বিপক্ষে খেলবে। গ্রুপপর্ব শেষে সরাসরি সেমিফাইনাল। শেষে ফাইনালের মঞ্চ। এমন ফরম্যাটের বিশ্বকাপ ১৯৯২ ও সবশেষ ২০১৯ সালে হয়েছিল।
রাউন্ড রবিন লিগ পদ্ধতি হওয়ায় প্রতিটি দলকে বাকি ৯ প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। নকআউট বাদে প্রতিটি দলকেই খেলতে হবে ৯টি করে ম্যাচ। এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের সব ম্যাচের ভেন্যু-সময়-সূচি।
বাংলাদেশের সব ম্যাচের সময়-সূচি
৭ অক্টোবর: বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, বেলা ১১টা)
১০ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, বেলা ১১টা)
১৩ অক্টোবর: বাংলাদেশ-নিউজিল্যান্ড (চেন্নাই, দুপুর ২টা ৩০মিনিট)
১৯ অক্টোবর: বাংলাদেশ-ভারত (পুনে, দুপুর ২টা ৩০ মিনিট)
২৪ অক্টোবর: বাংলাদেশ-সাউথ আফ্রিকা (মুম্বাই, দুপুর ২টা ৩০ মিনিট)
২৮ অক্টোবর: বাংলাদেশ-নেদারল্যান্ডস (কলকাতা, দুপুর ২টা ৩০ মিনিট)
৩১ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, দুপুর ২টা ৩০ মিনিট)
৬ নভেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (দিল্লি, দুপুর ২টা ৩০ মিনিট)
১১ নভেম্বর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (পুনে, বেলা ১১টা)
বিজ্ঞাপন