দুই দুঃখজনক ঘটনার গভীর ছায়া পেরিয়ে আবারও মঞ্চে ফিরছে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’। দীর্ঘ এক বছরের নীরবতার পর ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’ শিরোনামে কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি।
আগামী ১৪ আগস্ট, ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত আয়োজন।
এর আগে ১ আগস্ট কনসার্টটি হওয়ার কথা থাকলেও, ব্যান্ডের ঘনিষ্ঠ বন্ধু ‘ওউন্ড’ ব্যান্ডের ফ্রন্টম্যান ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ.কে রাতুলের অকাল প্রয়াণে তা স্থগিত করা হয়। ‘অড সিগনেচার’-এর আসন্ন কনসার্টটির সাউন্ড ডিজাইনের দায়িত্বে ছিলেন রাতুল, যিনি শুধু প্রযুক্তির কারিগরই নন, ছিলেন ব্যান্ডটির জন্য এক অভিভাবকতুল্য মানুষ।
অড সিগনেচারের সদস্যরা জানান, এই শোক কাটিয়ে তোলা সহজ ছিল না। তার আগে ২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্যান্ডের প্রধান ভোকালিস্ট আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর দীর্ঘদিন সব ধরনের কার্যক্রম থেকে দূরে ছিল ব্যান্ডটি।
তবে হার না মানা মানসিকতা নিয়ে চলতি বছরের মে মাসে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে ‘অড সিগনেচার’ ফেরার আভাস দেয়। এবার তারা ফিরছে পূর্ণ উদ্যমে, নতুন কনসার্ট আর নতুন পরিকল্পনা নিয়ে।
১৪ আগস্টের কনসার্টে ব্যান্ডটির নতুন লাইনআপ উন্মোচন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি ঘোষণা আসবে একটি নতুন অ্যালবামের পরিকল্পনারও। কনসার্টটি আয়োজন করছে প্রাইমওয়েভ কমিউনিকেশনস, এবং এটি শুরু হবে বিকেল ৩টায়।
২০১৭ সালে যাত্রা শুরু করা ‘অড সিগনেচার’ অল্প সময়েই দেশের তরুণদের মধ্যে জায়গা করে নেয়।








