
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: শপথ নিয়েছি যদি এবার বিএনপি অগ্নিসন্ত্রাস করে, তবে যে হাতে আগুন দিতে আসবে সেই হাত পুড়িয়ে দেবে আওয়ামী লীগ। আর যে হাতে ভাঙচুর করতে আসবে সেই হাতও ভেঙ্গে দিব আমরা।
জাতীয় প্রেসক্লাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নানের লেখা ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সংবিধানে অন্যপথ থাকলে বিএনপি তা খুঁজে বের করুক। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের ৫০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে যে মামলার কথা বলেছে তার তালিকা যেন জাতির সামনে প্রকাশ করে। তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া আর কোনভাবেই ক্ষমতার পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলার দাবি অযৌক্তিক, বানোয়াট ও মিথ্যা। এগুলো বিএনপির মিথ্যাচারের গল্প। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। মায়ের জানাজা এমনকি ঈদের নামাজে অংশ নিতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ শাসনের ১৪ বছরের প্রসঙ্গে তিনি বলেন, ১৪ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। বাংলাদেশের এই স্বাপ্নিক উন্নয়নের রূপকার হচ্ছেন শেখ হাসিনা।