চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কারওয়ান বাজারে ৩০ বছর ধরে সবজি কুড়াচ্ছেন নূরজাহান

কারওয়ান বাজার ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার। ঢাকা ঘুমালে জেগে ওঠে ঢাকার এই বিখ্যাত বাজারটি। পাইকারি ও খুচরা বাজার করতে এখানে খুব ভোরে ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে ছুটে আসেন মানুষ।

একটু খেয়াল করলে দেখা যায় ক্রেতা-বিক্রেতা ছাড়াও কিছু মানুষ ছোট-ছোট বস্তা নিয়ে বেড়াচ্ছেন এদিক-ওদিক। দেখে মনে হতে পারে হয়তো শাক-সবজি কিনতেই তাদের এই ছোটাছুটি। কিন্তু মূল ঘটনাটি কী তা জানার চেষ্টা করেছি আমরা। মূলত দোকানিদের ফেলে দেওয়া ও নষ্ট হয়ে যাওয়া সবজি সংগ্রহ করেন এই মানুষেরা। এমনকী ডাস্টবিনে ফেলে দেওয়া সবজিও তাদের কুড়িয়ে নিতে দেখা যায়।

কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে জানতে চাইলাম কী করেন তারা এই সবজি দিয়ে। জিজ্ঞেস করতেই নিজের জীবনের এক অদ্ভুত গল্প শোনালেন নুরজাহান বেগম। অনেকে শুধু নিজের পরিবারের খাওয়ার প্রয়োজনে কুড়িয়ে নিতে আসেন সবজি। সেই সবজি শেষ হয়ে গেলে আবার তাদের দেখা মেলে। কোথায় বিক্রি হয় এই সবজি? এর জন্য রয়েছে আলাদা বাজার। তেজগাঁও ষ্টেশনের ঠিক পাশেই।