নর্থ কোরিয়া জাপানের ওপর তাদের তৃতীয় গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। নর্থ কোরিয়ার সংস্থা পিয়ংইয়ং চলতি বছর দুই বার জাপানের আকাশ সীমানায় গুপ্তচর স্যাটেলাইট পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। এটি তাদের তৃতীয় চেষ্টা।
জাপানি সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) নর্থ কোরিয়া জাপানকে জানিয়েছে, বুধবার (২২ নভেম্বর) গুপ্তচর স্যাটেলাইটটি পরিচালনা করবে নর্থ কোরিয়া যা আগামী ৩০ নভেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।
জাপান জানিয়েছে, নর্থ কোরিয়ার এই বিষয়ে জাপানের সহযোগিতার আশা করা বোকামি। নর্থ কোরিয়ার জাপানের ওপর এই গুপ্তচর স্যাটেলাইট পরিচালনা জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করবে।

জাপান কোস্ট গার্ড বলেছে, পিয়ংইয়ংয়ের বিজ্ঞপ্তিতে তিনটি সামুদ্রিক অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে যেখানে, স্যাটেলাইট বহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়বে। চিহ্নিত এলাকাগুলো দুটি কোরীয় উপদ্বীপের পশ্চিমে এবং অন্যটি ফিলিপাইনের লুজোন দ্বীপের পূর্বে।
এই গুপ্তচর স্যাটেলাইটটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য একটি লোভনীয় বিষয়, কারণ এটি নর্থ কোরিয়াকে নিজেদের শত্রুকে নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের এই গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণে নিষেধাজ্ঞা জারি করেছে।
বিজ্ঞাপন