চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের অভিযোগ নর্থ কোরিয়ার

ইউক্রেনে যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর নিন্দা করে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রকে রাশিয়ার বিরুদ্ধে ‘প্রক্সি যুদ্ধ’ করার অভিযোগ এনেছেন।

নর্থ কোরিয়ার সরকারী কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি সূত্রে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

কিমের বোন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ইউক্রেনকে উন্নত যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করায় মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা করে বলেন, ওয়াশিংটন লাল রেখা অতিক্রম করেছে এবং মস্কোকে ধ্বংস করার জন্য পরিকল্পিত প্রক্সি যুদ্ধ করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য মার্কিন সেনাবাহিনীর শক্তিশালী ও অত্যাধুনিক ৩১টি এম১ আব্রামস ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দেয়ার পর কিম ইয়ো এই মন্তব্য করেন।

কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-বিভাগীয় পরিচালক কিম ইয়ো জং বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হল একটি অপরাধী রাষ্ট্র যারা রাশিয়ার কৌশলগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতিকে গুরুত্বর বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

নর্থ কোরিয়া সবসময় রাশিয়ার সাথে এক রেখাতেই থাকবে বলেও জানান তিনি।

তিনি ইউক্রেন সংকটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি রাশিয়াকে তার নিরাপত্তাজনিত স্বার্থ রক্ষার জন্য সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

রাশিয়া ও সিরিয়া ছাড়া নর্থ কোরিয়াই একমাত্র দেশ যারা পূর্ব ইউক্রেনের দুটি রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেস্ক এবং লুহানস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে এবং অঞ্চলটি পুনর্গঠনের প্রচেষ্টায় সাহায্য করার জন্য সেখানে কর্মী পাঠানোর ইঙ্গিত দিয়েছে। চীনের পাশাপাশি রাশিয়া হচ্ছে নর্থ কোরিয়ার আন্তর্জাতিক বন্ধু দেশের অন্যতম।