চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামাল মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা, পিডিবি’র সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব নূরউদ্দিন মাহমুদ কামাল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি বিমান বাহিনীর সাবেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনের বড় ভাই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরে অংশ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামাল। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানীর প্রশংসাপত্রপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। তার মৃত্যু সংবাদে হাসপাতালে ছুটে যান আত্মীয় পরিজন ও ঘনিষ্টজনেরা।