
চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। প্রতিদিনই উৎসবে দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। ১৫ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামছে শুক্রবার (৩ মার্চ)।
এদিন বিকেল ৪টায় ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হবে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ছবি ‘নোনা জলের কাব্য’।
নির্মাতা আগেই জানিয়েছেন, ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম ও সাংস্কৃতিক প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে।
তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারি, আমিনুর রহমান মুকুল, রোজি সিদ্দিকী এবং দুলারি তাহিম চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমার আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব।

কলকাতা চলচ্চিত্র উৎসব ছাড়াও ‘নোনা জলের কাব্য’ বুসান, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, এবং প্রশংসিত হয়েছে।