এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের হাতে দলীয় নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।
একই দিনে ফেনী-১ সংসদীয় আসন থেকে বিএনপির আরেক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ওই আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু।
এছাড়া ফেনী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন এবং ফেনী-৩ আসনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে ফেনী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. এস এম কামাল উদ্দিন।ফেনী-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








