চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নোয়াখালী জেনারেল হাসপাতালে জনবল সংকট, রোগীদের চরম দুর্ভোগ

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ১৯৯৮ সালে। কিন্তু আগের জনবল দিয়েই প্রতিদিন সেবা দিতে হচ্ছে ছয় শতাধিক রোগীকে। মারাত্মক জনবল সংকটে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট এই জেনারেল হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে গড়ে পাঁচ শতাধিক। আর বহির্বিভাগে টিকিৎসা নিচ্ছে অন্তত ১৫০০ রোগী। হাসপাতালের ২২টি ওয়ার্ডের সবকয়টি কানায় কানায় পরিপূর্ণ। তাই শয্যা না পেয়ে মেঝে, বারান্দা এমনকি ওয়ার্ডের বাহিরে সিঁড়ির পাশে ঠাঁই নিতে হচ্ছে রোগীদের। অতিরিক্ত রোগীর চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে শয্যা সংকটের পাশাপাশি ভোগান্তি বেড়েছে অপরিচ্ছন্নতা আর অব্যবস্থাপনার কারণে হাসপাতালের চিকিৎসক, নার্সরাও স্বীকার করলেন জনবল সংকটে বিঘ্নিত হচ্ছে চিকিৎসাসেবা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিনও জানালেন জনবল সংকট আছে হাসপাতালে। তিনি বলেন, ১৫০ শয্যার হাসপাতালের জন্য চিকিৎক, নার্স, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারি মিলে জনবল আছে মোট ৪৭ জন। ২৫০ শয্যার জন্য আরও লোকবল নিয়োগ দেয়ার প্রয়োজন বলে মনে করছেন হাসপাতালের চিকিৎসা সংশ্লিষ্টরা।

Labaid
BSH
Bellow Post-Green View