দেশের অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে: প্রধানমন্ত্রী

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দল ও মতে পার্থক্য থাকতে পারে কিন্তু দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নেয়া কাজকে কেউ যেন ক্ষতিগ্রস্থ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।