চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাঙ্কিপক্সের জন্য এখনই গণটিকার প্রয়োজন নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মাঙ্কিপক্সের বিরুদ্ধে এখনই ব্যাপক আকারে গণ টিকা দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও)। তবে এ রোগের প্রাদুর্ভাব থাকা দেশগুলিতে এর বিস্তার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএই ‘র কর্মকর্তাদের বরাতে খবরটি জানিয়েছে আল জাজিরা।

বিশ্বব্যাপী সংক্রামক ঝুঁকি প্রস্তুতির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক সিলভি ব্রায়ান্ড শুক্রবার জানান, আমরা মনে করি যদি এখন সঠিক ব্যবস্থাপনা করতে পারি তবে আমরা সহজেই রোগটিকে নিয়ন্ত্রণ করতে পারব।

জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বার্ষিক সমাবেশে সদস্য দেশগুলির কাছে একটি প্রযুক্তিগত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রাথমিক শনাক্তকরণ এবং যথাযথ কোয়ারেন্টাইন ভাইরাসটি হ্রাস করার মূল চাবিকাঠি।

ব্রায়ান্ড বলেন, সদস্য রাষ্ট্রগুলির গুটিবসন্ত ভ্যাকসিনের মজুদ সম্পর্কে তথ্য শেয়ার করা উচিত যা মাঙ্কিপক্সের বিরুদ্ধে কার্যকর হতে পারে।

মাঙ্কিপক্স সাধারণত হালকা ভাইরাসজনিত সংক্রমণ যা ক্যামেরুন, আইভরি কোস্ট, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি), দক্ষিণ সুদান এবং নাইজেরিয়া সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে স্থানীয় বা সাধারণ রোগ হিসেবে প্রচলিত।

তবে রোগটি বর্তমানে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকাসহ অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে পড়েছে।