এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রেকর্ড আটবারের ব্যালন ডি’অর ও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সাবেক ঘর বার্সেলোনায় ফেরা নিয়ে কথার শেষ নেই। ৩৮ বর্ষী মহাতারকা বিশ্বকাপের মতো মঞ্চ থেকেই বুট তুলে রাখবেন, আর ন্যু ক্যাম্পে ফিরছেন না, এমন বলছেন বার্সার সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেটিট।
শৈশবে আর্জেন্টিনা থেকে লা মাসিয়ায় চলে আসা মেসি সেখানে বেড়ে উঠে মূল দলে জায়গা করে ১৬ মৌসুম কাটিয়ে গেছেন। কাতালোনিয়ান ক্লাবটি ছেড়ে ফ্রান্সে পিএসজিতে দুমৌসুম কাটিয়ে ইউরোপ ছেড়ে এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি মাতাচ্ছেন।
পেটিট সেসবের সূত্র ধরে বলছেন, ‘লিওনেল মেসি ধারে বার্সোলানায় ফেরার যে কথা, তার পজিশনে দারুণ খেলছেন লামিন ইয়ামাল, তাকেও বেঞ্চে বসাবেন না কোচ।’
‘১০ নম্বর জার্সিতে মেসি খেলতে পারেন। যদি তার পজিশনে খেলেন তাহলে ২ জন মিডফিল্ডার নিয়ে বার্সেলোনা কীভাবে খেলবে? তাই কোনভাবেই বার্সায় মেসির ফেরার সম্ভাবনা নেই। আশা করছি ২০২৬ বিশ্বকাপে মেসি খেলুক। সেখান থেকেই অবসরে যান।’
‘ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও তেমনই ঘটছে। বিশাল বেতনে ইউরোপ ছাড়া হলেও সেখানে আর ফেরা হচ্ছে না। সেক্ষেত্রে মেসির ইউরোপের সময়টা এখন শেষ।’








