এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ক্রিকেটে প্রথমবার ফ্র্যাঞ্চাইলি লিগ (এনপিএল) চালুর পর কাবাডি লিগ আয়োজন করতে চলেছে নেপাল। প্রথমবার আয়োজিত নেপাল কাবাডি লিগে (এনকেএল) অংশ নিতে গেলেন বাংলাদেশ কাবাডি জাতীয় দলের চার খেলোয়াড়। জাতীয় দলের ৬ জন আসরটিতে খেলবেন।
রোববার সকালে নেপালের উদ্দেশে রওনা দেয়া চারজন হলেন- রেইডার মিজানুর রহমান, অলরাউন্ডার ইয়াসিন আরাফাত, অলরাউন্ডার মনিরুল চৌধুরী ও ডিফেন্ডার সবুজ মিয়া। বাকি দুজন রেইডার শাহ মোহাম্মদ শাহান ও ডিফেন্ডার রোমান হোসাইন ১২ জানুয়ারি যাবেন।
অলরাউন্ডার মনিরুল ও ডিফেন্ডার সবুজ মিয়া খেলবেন পোখরা লেকার্সের হয়ে। অলরাউন্ডার ইয়াসিন খেলবেন ধানগাদি ওয়াইল্ড-কেটসের হয়ে। মিজান কাঠমুন্ডু মেভারিকসের হয়ে এবং শাহান ও রোমান হিমালয় রাইডার্সের হয়ে খেলবেন।
১৫ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ এনকেএলে দল পান বাংলাদেশ কাবাডি জাতীয় দলের ছয়জন। বিদেশে খেলতে ডাক পাওয়া সম্মানের, বলেছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাকদ এসএম নেওয়াজ সোহাগ। ১৭ জানুয়ারি শুরু হবে আসরটি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।








