চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্যাসিনোতে নিরব-তাসকিনের টেক্কা, রহস্যময়ী বুবলী!

‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক!’ নিরবের মুখে এমন সংলাপ দিয়ে ‘ক্যাসিনো’র টিজারের শুরু

KSRM

‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক!’ নিরবের মুখে এমন সংলাপে টিজারের শুরু, এরপরেই রাস্তার পাশ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়ে পুলিশের হাতে আসে! শুরু হয় উত্তেজনা, এমন সাসপেন্স তৈরি করা ‘ক্যাসিনো’ ছবির টিজার প্রকাশিত হয়েছে।

সৈকত নাসির পরিচালিত এ ছবিতে আছেন নিরব, বুবলী ও তাসকিন। প্রকাশিত ওই টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী বুবলীকে দেখা গেছে। অন্যদিকে নিরব হাজির হয়েছেন গোয়েন্দা পুলিশ হিসেবে, আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আলোচিত অভিনেতা তাসকিন রহমান।

Bkash July

এক মিনিটের টিজারটি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, ছবিটি মুক্তির পর আলোচনায় আসবে। টিজারে পুলিশ কর্মকর্তা নীরবের সঙ্গে টেক্কা দিতে দেখা গেল তাসকিনকে। অ্যাকশন থ্রিলার প্রধান্য পাওয়া টিজারটিতেও ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতকে তুলে আনা হয়েছে বলে জানিয়েছে এ ছবি সংশ্লিষ্টরা।

টিজার প্রকাশের পর অনেকেই ধারণা করছেন ঈদুল আজহায় ক্যাসিনো মুক্তি পাবে। কিন্তু নায়ক বললেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঈদে মুক্তি পাবে কিনা চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। পরিচালক সৈকত নাসির জানান, টিজার দেখে দর্শক প্রশংসা করছেন। ছবি নিয়ে তিনি আশাবাদী।

Reneta June

সুপারস্টার শাকিব খানের পর ২০১৯ সালে প্রথম ক্যাসিনো’র মাধ্যমে নিরবের সঙ্গে জুটি বাঁধেন বুবলী। ‘ক্যাসিনো’র মূল গল্প আবদুল্লাহ জহির বাবুর এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান।

আরও অভিনয় করেছেন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটির প্রযোজক রাজীব সারোয়ার।

নিরব আগেই বলেন, কাজটি নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস থেকেছি। ভালো কিছু করার চেষ্টা করেছি। কাজটিকে একটি মিশন হিসেবে শেষ করেছি। এর মাধ্যমে বাংলা ছবির দর্শক নতুন প্যাটার্নে থ্রিলার গল্পের সিনেমা দেখবেন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View