এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কোনো সরকারি সেবা গ্রহণ করতে পারবেন না।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের একটি সূত্র জানায়, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়েছে। তবে, এনআইডি লক করার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বিশেষ আশ্রয়ণ প্রকল্পসহ ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। এছাড়া, শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগও রয়েছে।
এখন পর্যন্ত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এই পদক্ষেপের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।







