চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ব্রাজিল জার্সিতে অবসর প্রায় নিয়েই ফেলেছিলেন নেইমার

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন। পরে টাইব্রেকারে হেরে যায় নেইমারের দল।

প্রথমে এগিয়ে গিয়েও পরে হেরে যাওয়ার বেদনায় ব্রাজিল জাতীয় দল থেকে অবসর নেয়ার কথা চিন্তা করেছিলেন নেইমার। ঘটনার পর প্রায় পাঁচদিন ধরে একাধারে কেঁদেছিলেন পিএসজির তারকা। বিশ্বকাপের দীর্ঘদিন পর সেই ম্যাচ নিয়ে কথা বলেছেন ৩১ বর্ষী নেইমার।

‘টানা প্রায় পাঁচদিন কেঁদেছিলাম। এটা আমাকে বেশ আহত করেছিল, স্বপ্ন দূরে সরে যাচ্ছিল। আমি বরং একটি গোল না করতাম, ০-০ থেকে হেরে যেতাম, গোল করে এগিয়ে গিয়ে পরে পেনাল্টিতে হারার চেয়ে।’

নেইমার সেদিনের ড্রেসিংরুমের পরিবেশ এবং সতীর্থদের নিয়েও বলেছেন। সবাই কাঁদছিল। তার ভাষ্যে, পেনাল্টিতে ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়া তার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনে আর কখনই যেতে চান না।

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল প্রথম ম্যাচ খেলার পর নেইমার গোড়ালিতে চোট পান। ওই ম্যাচে শারীরিকভাবে খেলার উপযুক্ত ছিলেন না, বলছেন নেইমার- ‘ওটা আমার জীবনের অন্যতম বাজে সপ্তাহ। চোট থাকায়। কেউ জানত না আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম।’

‘সারাদিন শুয়ে থেকেই আমার চিকিৎসা চলছিল। আমার পা শুধু বাইরে ছিল এবং ফিজিওথেরাপিস্ট সবধরনের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। প্রথমদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত আমার চিকিৎসা চলেছিল এবং মার্কিনহোস আমাকে সঙ্গ দিচ্ছিল।’

নেইমার গত ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে। পিএসজির একটি ম্যাচ চলাকালে ডানপায়ের গোড়ালির চোটে পড়েন। মার্চে কাতারে তার অস্ত্রোপচার হয়। গত পাঁচমাস মাঠের বাইরে ব্রাজিলের অন্যতম সেরা তারকা। যা তার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময় টানা খেলায় না থাকার।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View