চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময়ের আঁধার পেরিয়ে সুখের সাগরে নিউক্যাসল

রিয়াজুল ইসলাম শুভরিয়াজুল ইসলাম শুভ
২:০৪ অপরাহ্ন ২৩, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

‘সত্যি বলতে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। যদি দুই বছর আগে আমাদের বলতেন এমন ঘটতে চলেছে, আমরা আপনাকে বিশ্বাস করতাম না। আমরা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছিলাম, সেটা পুরনো ডিভিডিতে দেখতে পাবেন। সেই চ্যাম্পিয়ন্স লিগের অংশ হতে পেরে আমি রীতিমতো উড়ছি।’

দীর্ঘ ২০ বছর পর নিউক্যাসল ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের পর আনন্দে আত্মহারা হয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান দলটির মিডফিল্ডার শন লংস্টাফ।

অথচ প্রিমিয়ার লিগে গত মৌসুমে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে ছিল নিউক্যাসল। একটা সময় রেলিগেশনের শঙ্কার মাঝেও পড়েছিল। বছর ঘুরতেই দারুণ প্রত্যাবর্তনে পাল্টে গেছে দৃশ্যপট। কোচ এডি হাও ফুটবলারদের সঙ্গে উদযাপনের পর দিয়েছেন সরল স্বীকারোক্তি। বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাই করেননি।

‘অবশ্যই পয়েন্ট টেবিলের সেরা চারে থাকা নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্য ছিল না। সবসময় এমনকিছুই আশা করে থাকবেন। সবসময় বিশ্বাস রাখতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। কিন্তু আমরা অনুভব করিনি যে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত।’

‘গত মৌসুমে রেলিগেশনের বিরুদ্ধে লড়াইয়ের পর এই বিশ্বাস ছিল যে, আমরা আসলেই একত্রিত হয়ে একটি ভালো দল হিসেবে গড়ে উঠতে পারি। গত মৌসুমের মতো রেলিগেশনের বিরুদ্ধে যেন লড়তে না হয়, সেই লক্ষ্য ছিল। খেলোয়াড়দের এমন মানসিকতার জন্য যথেষ্ট প্রশংসা করা আমার পক্ষে সম্ভব নয়। তারা আমাকে এবং ক্লাবকে অনেক দিয়েছে।’

১৯০৪-০৫ মৌসুমে দলটি প্রথমবার জিতেছিল প্রিমিয়ার লিগের শিরোপা। তখন অবশ্য টুর্নামেন্টের নাম ছিল ফুটবল লিগ ফাস্ট ডিভিশন। উত্তর-পূর্ব ইংল্যান্ডের টাইন নদীর তীরে অবস্থিত বিশ্ববিদ্যালয় শহর নিউক্যাসল। এটি শিল্প বিপ্লবের সময় জাহাজ নির্মাণ এবং উৎপাদন কেন্দ্র ছিল। ব্যবসা, শিল্প ও বিজ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে ওঠা শহরটিতে ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয় নিজস্ব ফুটবল ক্লাব। নিউক্যাসল ইউনাইটেডের ডাক নাম দ্য ম্যাগপাইস।

Reneta

চারবার ফাস্ট ডিভিশন (বর্তমানে ইপিএল) ও ছয়বার এফএ কাপের শিরোপা জিতেছে নিউক্যাসল। ১৯৭৭-৭৮ মৌসুমে ক্লাবটি প্রথমবার উয়েফা কাপে খেলার সুযোগ পায়, আসরটির বর্তমান নাম ইউরোপা লিগ। ১৯৯৭-৯৮ সালে নিজেদের ইতিহাসে প্রথমবার তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলে। ২০০২-০৩ মৌসুমে গ্রুপপর্বে জুভেন্টাসকে ১-০ গোলে হারানো তাদের ইতিহাসের স্মরণীয় অধ্যায়।

পরে কেটে যায় ২০ বছর। এর মাঝে গেছে বহু খারাপ সময়। ২০১৫-১৬ মৌসুমে টেবিলের তলানির তিন দলের ভেতর পড়ায় রেলিগেশনের খড়গ নেমে আসে। এক মৌসুম পর আবারও প্রিমিয়ার লিগে ফিরে দশম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। পরের আসরগুলোতে প্রথম দশের ভেতরেও ছিল না দ্য ম্যাগপাইস।

২০২১ সালের অক্টোবরে নিউক্যাসল বিক্রি করে দেন ব্রিটিশ ব্যবসায়ী মাইক অ্যাশলে। ৩০৫ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনে নেয় সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, আরবি স্পোর্টস অ্যান্ড মিডিয়া এবং পিসিপি ক্যাপিটাল পার্টনারদের নিয়ে গঠিত কনসোর্টিয়াম।

ক্লাবের মালিকানা হাতবদল হওয়ার পরের মাসে কোচ হিসেবে নিয়োগ পান সাবেক ইংলিশ ফুটবলার এডি হাও। আসতে থাকে একের পর এক পরিবর্তন। নতুন স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ড্যান অ্যাশওয়ার্থকে গতবছরের মে মাসে নিয়োগ দেয়া হয়। মেজর লিগ সকার দল আটলান্টা ইউনাইটেড এফসি থেকে ড্যারেন ইলেস ক্লাবের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের মান বাড়াতে এসব সিদ্ধান্ত বড় ভূমিকা রাখে। ফল এখন হাতেনাতে পাচ্ছে নিউক্যাসল।

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার লেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নিউক্যাসল। তাতে দলটি পয়েন্ট টেবিলের সেরা চারে থেকে আসর শেষ করা নিশ্চিত করেছে, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটেছে। ৩৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইপিএল টেবিলের তিনে আছে।

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগচ্যাম্পিয়ন্স লিগনিউক্যাসললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে কলম্বোর টিকিট কাটল পাকিস্তান

জানুয়ারি ২৯, ২০২৬

পরিকল্পনা জানাতে ও জনগণের সঙ্গে সংলাপে তারেক রহমানের পডকাস্ট

জানুয়ারি ২৯, ২০২৬

তানিয়ার সাথে র‌্যাম্পে হেঁটে গর্বিত জায়েদ

জানুয়ারি ২৯, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ছবি: জামায়াত ইসলামীর ফেসবুক লাইভ থেকে নেওয়া।

জনগণের অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না: জামায়াত আমির

জানুয়ারি ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন সর্বোচ্চ দাম

জানুয়ারি ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT