চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুলিশের তল্লাশির সময় পদদলিত হয়ে নবজাতকের মৃত্যু

ভারতের ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় এক পুলিশ সদস্যের হাতে চার দিন বয়সী একটি নবজাতক শিশুকে হত্যা করার অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার কোসোগন্ডোদিঘি গ্রামে এই অভিযোগের ঘটনা ঘটেছে। ঘটনার দিন অভিযুক্ত পুলিশ ভূষণ পান্ডে নামের একজন অপরাধীর খোঁজে তার বাড়িতে তল্লাশির জন্য যায় এবং তল্লাশির সময় একটি কক্ষের মধ্যে ঘুমন্ত নবজাতকের ওপর পা ফেলে তাকে হত্যা করে বলে অভিযোগ আনা হয়।

স্থানীয় লোকজনের মতে, অভিযুক্ত ভূষণ পান্ডের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি হয়েছিল। ভূষণ পান্ডের খোঁজে পুলিশ তার বাড়িতে গিয়ে দেখে ভূষণের পরিবারের সবাই নবজাতককে বাড়িতে একা রেখে বাড়ি থেকে পালিয়ে গেছে।

নিহতের মা নেহা দেবী বলেন, পুলিশ সদস্যরা যখন ঘরের কোণে তল্লাশি চালাচ্ছিল তখন তার চার দিনের শিশুটি ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। পুলিশ দল চলে যাওয়ার পর বাড়িতে পৌঁছে সে তার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পায়।মৃত নবজাতকের মা এবং তার ভাই ভূষণ পান্ডেসহ বাড়ির অন্যান্য সদস্যদের অভিযোগ, পুলিশ সদস্যরা শিশুটিকে পদদলিত করে হত্যা করেছে।

ঘটনার খবর নিয়ে উপ-পুলিশ সুপার সঞ্জয় রানা জানান, “এ বিষয়ে তদন্ত চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।”