জন্মের পর পরই ছুঁড়ে ফেলা হলেও প্রাণে বেঁচে গেছে দুই নবজাতক। ডাস্টবিন আর রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল শিশু দু’টোকে। পোকার আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে যায় তাদের ছোট্ট দেহ। পথচারীদের সাহায্যে তারা নতুন জীবন পেয়েছে। বেড়ে উঠছে ঢাকার মাতুয়াইলে শিশু-মাতৃ স্বাস্থ্য ইন্সটিটিউটে। আলী আজগরের ক্যামেরায় দুই নবজাতকের কথা জানাচ্ছেন মোস্তফা মল্লিক।







