চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কিউই বোলারদের তোপে বিধ্বস্ত লঙ্কানরা

নিউজিল্যান্ডের দেয়া পাহাড়সম রানের সামনে ধসেই পড়েছে শ্রীলঙ্কান ব্যাটাররা। এমনকি পারেনি ফলো অন এড়াতেও। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৩০৩ রানে পিছিয়ে আছে লঙ্কান বাহিনী। 

নিউজিল্যান্ডের দেয়া ৫৮০ রান তাড়া করতে নেমে ২৬ রানে দুই উইকেট হারিয়ে দ্বিতীয়দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয়দিনে এসে ১৬৪ রানে প্রথম ইনিংস থামে সফরকারীদলের। ফলোঅন এড়াতে না পেরে দ্বিতীয় ইনিংসে ব্যাট নেমে ২ উইকেট হারিয়ে ১১৩ রানে দিন শেষ করে করুণারত্নের দল।

Bkash July

ওয়েলিংটন টেস্টে রোববার ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। হারাতে থাকে একের পর এক উইকেট। সব ব্যাটারাই এদিন নাস্তানাবুদ হয়েছিলেন কিউই বোলারদের সামনে। অধিনায়ক করুণারত্নের ৮৯ রানে ১৬৪ রানেই থামে ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও মিচেল ব্রেসওয়েল।

ফলো এড়াতে না পেরে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে শ্রীলঙ্কা। করুণারত্নে ও কুশাল মেন্ডিসের অর্ধশতকের ইনিংসে দুই উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে লঙ্কানরা। চতুর্থ দিনে হার এড়াতে ব্যাট করতে নামবেন কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

Labaid
BSH
Bellow Post-Green View