ভারতের বিপক্ষে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের দারুণ জুটিতে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। বড় সংগ্রহের পথে কিউইরা এগোতে থাকে। তবে শেষ দিকে ভারতীয় বোলারদের নৈপুণ্যে ২৭৩ রানেই থামে তাদের ইনিংস। একের পর এক উইকেট হারিয়ে বড় সংগ্রহ করতে না পারার আক্ষেপই শোনা গেল অধিনায়ক টম ল্যাথামের কণ্ঠে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে ভারত। তাতে টানা চার ম্যাচ পর হারের মুখ দেখেছে ল্যাথামের দল।
ম্যাচে শেষে ৩১ বর্ষী ল্যাথাম বলেন, ‘আমি মনে করি শুরু থেকে আমরা ভালোই করছিলাম। শেষ দশ ওভারের আগে আমরা যে অবস্থায় ছিলাম, তাতে সংগ্রহ আরও বেশি হতে পারতো। অপরদিকে ভারত যেভাবে শেষ দশ ওভার বোলিং করেছে, তাতে পুরো কৃতিত্বই তাদের দিতে হবে। শেষ দিকে তাদের দুর্দান্ত বোলিংয়ের কারণেই সম্ভবত আমরা কিছু রান কম করতে পেরেছি।’
মিচেল ও রাচিনের দারুণ জুটির পর নিউজিল্যান্ডের আরও বেশি রান করা উচিৎ ছিল বলেই মনে করেন ল্যাথাম। ৩৬তম ওভারের শুরুতে সাত উইকেট হাতে থাকা সত্ত্বেও নিউজিল্যান্ড শেষ ১৫ ওভারে ৮৬ সংগ্রহ করে।
‘সত্যি বলতে লড়াই করার মতো পুঁজি আমরা পাইনি। ড্যারিল এবং রাচিনের একটি দুর্দান্ত জুটি ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ দশ ওভারে আরও রান বের করা যেতো। আমাদের ৩০-৪০ রান কম হয়েছে।’
এ জয়ে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে ভারত। সমান ম্যাচে খেলে চার জয় ও এক পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে দুই আছে নিউজিল্যান্ড। চার ম্যাচে এক জয় ও তিন হারে ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ।
নিজেদের পরের ম্যাচে ২৮ অক্টোবর ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ২৯ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।








