স্পোর্টস ডেস্ক বন্ধ করে দিচ্ছে মার্কিন প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস। সোমবার একটি নোটিশের মাধ্যমে দ্য নিউইয়র্ক টাইমসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেরেডিথ কোপিত লেভিন কর্মীদের এ কথা জানান।
লেভিন বলেন, এখন থেকে তাদের আলাদা করে কোনো স্পোর্টস ডেস্ক থাকবে না এবং বর্তমানে যে ক্রীড়া সাংবাদিক রয়েছেন তাদেরকে অন্য ডেস্কে স্থানান্তর করা হবে। এখন থেকে নতুন ডেস্কে গিয়ে এই সহকর্মীদের অনেকেই খেলাধুলা বিষয়ক সাংবাদিকতা চালিয়ে যাবেন।
নোটিশে আরও বলা হয়েছে, খেলাকে কেন্দ্র করে যে ব্যবসা, সংস্কৃতি ও ক্ষমতা কাঠামো গড়ে উঠেছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন। বিশেষ করে এন্টারপ্রাইজিং রিপোর্টিং এবং অনুসন্ধানের মাধ্যমে, যার জন্য তারা ইতিমধ্যে সুপরিচিত। তবে আপাতত কোনো কর্মী ছাঁটাই করা হবে না বলেও জানানো হয়।







