তারকাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং ফ্যান বেইজ সুপারস্টার শাকিব খান। তার ভক্ত অনুরাগীদের বলা হয় ‘শাকিবিয়ান’! শাকিবের যে কোনো কাজ এলেই নিঃশর্ত মেতে উঠেন। এমনকি তার সিনেমাগুলোর প্রচার নিজেরাই করে থাকেন যা অনলাইনে প্রতিনিয়ত দেখা যায়।
দুঃখের সময়েও শাকিবকে পূর্ণ সাপোর্ট দিয়ে থাকে শাকিবিয়ানরা। সেই সব ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি গান উৎসর্গ করলেন শাকিব খান।
‘আমি একাই রাজকুমার’ শিরোনামের গানটি শাকিবের আসন্ন ঈদের ছবি ‘রাজকুমার’-এ থাকছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় গানটি শাকিব খান তার ফ্যান পেজে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন, এই গানটি বিশেষ করে সকল শাকিবিয়ানদের উৎসর্গ করা হলো। একইসঙ্গে পোস্ট করা হয় ভার্সেটাইল মিডিয়ার ইউটিউবে।
‘আমি একাই রাজকুমার’ গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী এবং গানে কণ্ঠ দেন শামীম হাসান।
গান ভিডিওতে দেখা গেছে পুরোপুরি চিল মুডে ড্যান্স করছেন শাকিব। তার সঙ্গে শতাধিক ড্যান্সার তাল মেলাচ্ছেন। এ গানে বাহারি রঙের পোশাকে পরেছেন শাকিব খান।
গানে গানে তিনি বলে দিচ্ছেন, মনের দেশের সবাই রাজা আমি একাই রাজকুমার। গানের নৃত্য পরিচালনা করেছেন অশোক রাজা এবং কস্টিউম ডিজাইন করেন ফারাহ দিবা।
এর আগে ছবিটির ‘রাজকুমার’ এবং ‘বরবার’ নামে দুটি গান প্রকাশিত হয়েছে। যে গানগুলো ইতোমধ্যেই দর্শকদের কাছে আলোচনার জন্ম দিয়েছে।
আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ইতোমধ্যে ছবিটি ঈদে প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে রেকর্ড পরিমাণ টাকা দিয়ে বুকিং দিচ্ছেন সিনেমা হল মালিকরা ও বুকিং এজেন্টরা।








