এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কানাডা সরকার ২০২৫ সালে নতুন একটি স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্সি) কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে। বিশেষ করে শরণার্থী ও বাস্তুচ্যুত দক্ষ মানুষদের জন্য নিরাপদ অভিবাসন পথ তৈরি করাই এর লক্ষ্য। কিছু নির্দিষ্ট পেশাজীবীদের স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে।
আজ (৩০ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ জানিয়েছে, এই নতুন প্রোগ্রামটি বর্তমানে চালু থাকা ইকোনমিক মবিলিটি পাথওয়েজ পাইলট এর সাফল্যের ভিত্তিতে তৈরি করা হবে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন প্রোগ্রাম চালু হবে।
তবে এখনও এর বিস্তারিত কাঠামো বা যোগ্যতার শর্ত জানানো হয়নি। এর আগে ২০১৮ সালে চালু হওয়া একই প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রায় ৯৭০ জন শরণার্থী কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এর মেয়াদ শেষ হওয়ার আগেই আবার নতুন করে চালু হচ্ছে আরেকটি প্রোগ্রাম।
কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ তাদের বার্ষিক পরিকল্পনায় জানিয়েছে, এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার ক্যাটাগরি-ভিত্তিক নির্বাচনের অধীনে চিকিৎসা, কারিগরি ও বাণিজ্যিক কাজ, শিক্ষা খাতের কর্মী এবং ফরাসি ভাষাভাষীদের স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া কানাডায় বর্তমানে থাকা অস্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে অন্তত ৪০ শতাংশ স্থায়ী বাসিন্দা বেছে নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
২০২৫-২৬ সালের পরিকল্পনায় কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ আরও কিছু নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে- কৃষি ও মাছ প্রক্রিয়াকরণ খাতের জন্য বিদেশি শ্রমিকদের আলাদা শ্রম অনুমোদন (ওয়ার্ক পারমিট) চালু করা, পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অধ্যয়নের বিষয়ভিত্তিক শর্ত হালনাগাদ করা।
আরও কিছু নতুন উদ্যোগ হচ্ছে- বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী/স্ত্রীদের জন্য স্পাউসল ওপেন ওয়ার্ক পারমিটের যোগ্যতার শর্ত পরিবর্তন করা (যার বিস্তারিত এখনও প্রকাশ হয়নি) এবং কানাডার বাইরে থাকা পরিবারের সদস্যদের স্পনসরশিপ আবেদন প্রক্রিয়া আরও দ্রুত করা।








