জাতীয় শোক দিবসে প্রকাশিত হয়েছে এস কে সমীরের সুর ও সংগীত আয়োজনে প্রকাশিত হয়েছে গান ভিডিও ‘জয় বঙ্গবন্ধু’। রোজ বাবু, এস কে সমীর, রত্না ও আয়েশা মনির কণ্ঠে গান ভিডিওটি ১৫ আগস্ট সমীরের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটির গীতিকার মো. আল আমিন জয় বলেন,‘জ্ঞান হওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয় ধারণ করি এবং তার যে নির্মম মৃত্যু বিপথগামী সেনা সদস্যদের নৃশংসতায় হয়েছিল সেটিকে কখনোই ভালোভাবে মেনে নিতে পারিনি। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ যে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল তাকেই নৃশংসভাবে খুন করেছিল এই বর্বরেরা। তার প্রতিবাদস্বরূপ আমি চেষ্টা করেছি এই গানটিকে লিখতে।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী রোজবাবু বলেন,‘দীর্ঘদিন যাবত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে চলেছি। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সুন্দর একটি গানের আয়োজন করে আমারই ছোট ভাই স্বনামধন্য সংগীত পরিচালক এস কে সমীর আমাকে জানায় এবং আমার ভয়েস দেওয়ার সম্মতি চায়। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন সবকিছুই আমার খুবই ভাল লাগে। যে কারণে গানটিতে প্রতিষ্ঠিত আরো তিনজন কণ্ঠশিল্পীর সঙ্গে আমিও কণ্ঠ দিতে সম্মতি জানাই ‘
সংগীত পরিচালক এসকে সমীর বলেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে ভালো মান সম্মত কোন কাজের সুযোগ পেলে অবশ্যই করবো। তাই যখনই গীতিকার মো. আল আমিন জয়ের কাছ থেকে গানের কথাটি পেয়েছিলাম সেদিন থেকেই গানটি নিয়ে ভাবতে থাকি এবং খুব ভালো কিছু একটা করতে হবে এমন প্রত্যাশায় আস্তে আস্তে এগুতে থাকি।
সমীর জানান, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের কার্যক্রম চলছে আমাদের দেশনেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের মাধ্যমে। যাদের বিচার এখনো চলমান সেই বিচার সমাপ্ত হোক সেই প্রত্যাশায় আমার সৃষ্টি ‘জয় বঙ্গবন্ধু’ শিরোনামের এই গানটি।







