বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তরুণ নির্মাতা জিৎ দে বানিয়েছিলেন ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’। ২০২০ সালে অনলাইনে মুক্তির পর করোনার কবলে পড়লেও তারুণ্যের মাঝে সাড়া ফেলে সিনেমাটি। দর্শক অনুরোধে আবারও ফিকশনে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে ফিরছেন জিৎ দে।
তবে এবার সিনেমা নয়, তরুণ এই পরিচালক নির্মাণ করতে যাচ্ছেন সিরিয়াল। ‘ক্যাম্পাস রিটার্নস’ নাম ঠিক করেছেন জানিয়ে চ্যানেল আই অনলাইনকে জিৎ দে বলেন, আমার নির্মিত ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০২০ সালে। বিশ্ববিদ্যালয় জীবনকেন্দ্রিক সিনেমাটি মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবন কাটিয়েছেন, তারা সিনেমাটি দেখে নস্টালজিক হন। প্রচুর দর্শক সিনেমাটি দেখে তাদের মুগ্ধতার কথা জানান। বিপুল সংখ্যক দর্শকের অনুরোধে এবার ‘ক্যাম্পাস রিটার্নস’ সিরিয়াল নিয়ে ফিরছি।
নির্মাতা জানান, ইতোমধ্যে সিরিয়ালটির গল্প, ও চিত্রনাট্য লেখা সম্পন্ন হয়েছে। জিৎ দে বলেন, যেহেতু ক্যাম্পাসের গল্প আবার ফিরে আসছে। তাই সিরিয়ালটির নাম ‘ক্যাম্পাস রিটার্নস’।
সিনেমা না বানিয়ে কেন সিরিয়াল? এ বিষয়ে জিৎ দে জানান, এখন দুনিয়া জুড়েই অর্থনৈতিক মন্দা চলছে। এর মধ্যে আসলে ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ এর মতো আবারো একটি স্বাধীন চলচ্চিত্র নির্মাণ করতে যাওয়া আমাদের পক্ষে সঙ্গত কারণে সম্ভব না। তাছাড়া সিনেমার ভাষা ও নান্দনিকতা ঠিকঠাক বজায় রাখতে বেশ সময় ও অর্থ চলে যায়। তাই সবদিক বিবেচনা করে ভার্সিটি লাইফ নিয়ে ড্রামা সিরিয়াল বানানোর সিদ্ধান্ত নিলাম। যাতে অল্প সময়ে কাজটা শেষ করা যায়।
‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ এর মতোই এই ড্রামা সিরিয়ালেও অভিনয় করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতোমধ্যে অভিনয়ে আগ্রহী শতাধিক আবেদনকারী থেকে প্রামথিকভাবে নির্বাচিতদের নিয়ে অডিশন শেষ হয়েছে বলেও জানান জিৎ। অডিশনে আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে পরিচালক জিৎ দে’র সাথে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষক সাইয়িদ সাহজাদা আল করীম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক রাগীব রহমান, ক্যাম্পাস টাইমস পোর্টালের সম্পাদক এম এ লতিফ সহ আরো অনেকে।
‘ক্যাম্পাস রিটার্নস’ এর গল্প সম্পর্কে পরিচালক জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে যখন বাস্তবতার একটা বাহারি সংঘর্ষ তৈরি হয় তখন তা থেকে নানা রঙের গল্প বের হয়। সেই গল্পে যেমন থাকে হাঁসি, আনন্দ; তেমনি থাকে হতাশা, না পাওয়া, দুঃখ বেদনা এবং নানা রকম অসুস্থ প্রতিযোগিতা। এছাড়া সবসাময়িক সামাজিক সংকট তরুণদের জীবনে কেমন প্রভাব ফেলে সব কিছু মিলিয়েই ‘ক্যাম্পাস রিটার্নস’ ড্রামা সিরিয়ালের গল্প এগোবে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রামা সিরিয়ালটির সৃজনশীল জায়গাগুলোতে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া সিরিয়ালটির কারিগরি সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। সিরিয়ালটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ক্যাম্পাস টাইমস.প্রেস।
শিগগির ফেয়ার ফ্লিক্স নামের একটি ইউটিউব চ্যানেলে ‘ক্যাম্পাস রিটার্নস’ এর ট্রেলার মুক্তি পাবে বলে জানান পরিচালক। এছাড়া এপিসোডগুলোও পরবর্তীতে এই চ্যানেলে দেখতে পারবেন দর্শক।








