চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধারাবাহিকে মহল্লাবাসীর বন্ডিং

শহুরে মহল্লার মানুষের মধ্যে কয়েক বছর আগেও হৃদ্যতা ছিল। সুখে-দুঃখে তারা প্রত্যেকে পরস্পরের পাশে থাকতেন। মহল্লার ভাইবন্ধু, ছোটভাই বড় ভাই সবাই সবার প্রতি বন্ডিং ছিল অটুট। কিন্তু মানুষের জীবনযাত্রা এমন যে, পাশের ফ্ল্যাটে কে থাকেন কী করেন সেই খোঁজ অনেকেই রাখে না।

মহল্লা কালচারের সেই গল্প তুলে ‘আমরা আমরাই’ নামে ধারাবাহিক নাটক বানালেন মেহেদী হাসান হৃদয়। তিনি জানালেন, ২৬ পর্বের শুটিং ইতোমধ্যে শেষ।

গল্পে উপস্থাপনে ব্যতিক্রমভাবে করছেন নির্মাতা। হৃদয় বলেন, গল্প ন্যাচারালভাবে তুলে ধরছি। এই গল্পটা দর্শক রিলেট করতে পারবে কিন্তু তারা দীর্ঘদিন ধরে দেখেনা। পারিবারিক গল্পে দর্শক সর্বশেষ ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটক পছন্দ করেছে। কিন্তু ‘আমরা আমরাই’ হচ্ছে মহল্লার বন্ডিংয়ে গল্প।

নির্মাতা জানান, এই ধারাবাহিক নিয়ে শতভাগ আশাবাদী যে দর্শক পছন্দ করবেন। তার কথা, আগে টেলিভিশনে টিআরপি ছিল। এখন ইউটিউবে প্রচারের পর ভিউয়ের জন্য বোঝা যায় কত মানুষ দেখছে। নাটক নির্মাণে ব্যবসায়িক ভাবে ভিউ-এর কোনো চাপ নেই। তবে যদি ভিউ বেশী হয় তবে মানসিকভাবে ভালো লাগবে। দর্শকদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আলোচনায় দেখা যায়। তবে আমার বিশ্বাস দর্শক পছন্দ করবে।

মেহেদী হাসান খান বলেন, নাটকের গল্প তেমন আলাদা হয় না। আলাদা হয় উপস্থাপন ও অভিনয়। আমার এই গল্পে ন্যাচারাল কমেডি ক্রাইসিস প্রেম পরিবার সবকিছু আছে। একটি বেসরকারী টিভিতে নাটকটি প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত আটটা ২০ মিনিটে প্রচার হবে। পাওয়া যাবে ইউটিউবেও।

‘আমরা আমরাই’ নাটকটির বিভিন্ন চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, মাজনুন মিজান, শরাফ আহমেদ জীবন, রোজি সিদ্দিকী, ঊর্মিলা শ্রাবন্তী কর, জিল্লুর রহমান, রিফাত চৌধুরী, ফরহাদ বাবু, সহিদ উন নবী, নীলা ইসলাম, এস কে রতন, শেহজাদ ওমর, আইরিন আফরোজ, তানহা তাসনিয়া, পাপড়ি পায়েল, শ্রাবন্তী সেলিনা, নিপুণ আহমেদ, রুশো শেখ, মুন্তাকা অর্পণ, খাইরুল আলম টিপু, ফরহাদ লিমন।