মার্কসবাদী রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ ভ্লাদিমির লেনিন। অক্টোবর বিপ্লবের বলশেভিকদের প্রধান নেতা ছিলেন তিনি। ছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বাধিনায়ক। তাকে ও তার কর্ম নিয়ে বহু দেশে নির্মিত হয়েছে সিনেমা!
এবার বাংলা ভাষায় নির্মিত হচ্ছে এমন এক সিনেমা, যেখানে প্রসঙ্গ হচ্ছেন লেনিন! এরইমধ্যে প্রকাশিত হয়েছে একটি পোস্টার। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গির মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জী!
পশ্চিমবঙ্গের নাট্যজন, নির্মাতা, অভিনয়শিল্পী ব্রাত্য বসুর ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটক অবলম্বনেই নির্মিত হচ্ছে সিনেমাটি! প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের উদ্যোগে নির্মিতব্য এই নাটকের স্বস্ত্ব ২০২৩ সালেই কিনতে মরিয়া হয়ে উঠেছিলেন সৃজিত। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার এই বহুল প্রশংসিত নাটক বড় পর্দাতেও আসবে একই নামে। কোনওরকম পরিবর্তনের পথে হাঁটেননি সৃজিত। নাটক থেকে ছবি তৈরির ট্রেন্ড বর্তমানে টলিপাড়ায় নতুন নয়। এর আগে শেক্সপিয়ারের নাটককে রুপোলি পর্দায় তুলে ধরেছেন সৃজিত, এবার পালা ব্রাত্য বসুর নাটকের।
সোমবার ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আনল প্রযোজনা সংস্থা। পোস্টারে দেখা মিলল ভাঙা লেনিনের মূর্তি, তার সামনে বসে রয়েছেন সৃজিতের দুই নায়ক। তাদের মুখ অবশ্য প্রকাশ্যে আনেননি নির্মাতারা। পোস্টারে রয়েছে বামেদের প্রতীক, কাস্তে-হাতুড়ি-তারাও।
টলিপাড়ায় জল্পনা সৃজিতের এই ছবিতে লিড রোলে অভিনয় করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়, তাও আবার বাবা ছেলের ভূমিকায়! মঞ্চে উইঙ্কল টুইঙ্কল-এ ‘সব্যসাচী’র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দেবশঙ্কর হালদারকে, চর্চা এবার সেই জুতোয় পা গলাচ্ছেন ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে সব্যসাচী ছেলে ‘ইন্দ্র’র চরিত্রে সিনেমায় থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। যে ভূমিকায় মঞ্চে দেখা মিলেছে রজতাভ দত্তর। ব্রাত্য বসুর এই নাটক রঙ্গমঞ্চে তুলে ধরেছেন দেবেশ চট্টোপাধ্যায়, সেই গুরু দায়িত্ব এবার সৃজিতের কাঁধে।
এই পলিটিক্যাল ঘরনার নাটকের নায়ক সব্যসাচী বিপ্লবী রাজনৈতিক কর্মী। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে তার নাম। পুলিশের হাত থেকে বাঁচতে হঠাৎ করে সে উধাও হয়ে যায়। ফিরে আসে বছর কুড়ি পর। নতুন পৃথিবীর মুখোমুখি হয় সে। ফিরে এসে সে দেখে তার ছেলে ইন্দ্র বিপরীত আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলের সমর্থক। বাবা-ছেলের রাজনৈতিক মতাদর্শের টক্কর ঘিরেই এই নাটক। সিনেমাতে নতুন কী দেখা যাবে, তা সময়েই বলে দেবে!






