দীর্ঘদিন পর নতুন অ্যালবাম প্রকাশ করলেন দেশের শ্রোতাপ্রিয় শিল্পী অর্ণব। তার নতুন অ্যালবামের নাম ‘ভাল্লাগে না’। আর এটি তিনি উৎসর্গ করেছেন তার প্রয়াত বন্ধু রাজীব আশরাফকে! যিনি ছিলেন শ্রোতাপ্রিয় গীতিকার, কবি ও নির্মাতা। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর অকালপ্রয়াত হন তিনি।
রাজীবের লেখা ও ভাবনা অর্ণবের অনেক জনপ্রিয় গানের প্রেরণা হিসেবে কাজ করেছে, আর এই অ্যালবামটি সেই বন্ধুত্ব ও সৃষ্টিশীল যাত্রার এক গভীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখছেন অর্ণব।
অ্যালবামের শিরোনাম গান ‘ভাল্লাগে না’ মূলত রাজীব আশরাফের একটি কবিতা থেকে নেওয়া, যা তিনি ফুসফুসের জটিলতায় ভুগতে ভুগতে হাসপাতাল থেকে গায়িকা সুনিধি নায়েককে পাঠিয়েছিলেন— অনুরোধ করেছিলেন অর্ণব ও সুনিধি যেন সেটি গান হিসেবে সাজান।
পরবর্তীতে এই কবিতাটি রাজীবের ২০২০ সালের কাব্যগ্রন্থ ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’–এ প্রকাশিত হয়, যার প্রচ্ছদও ডিজাইন করেছিলেন অর্ণব নিজেই। রাজীব ও অর্ণবের বন্ধুত্ব থেকেই জন্ম নিয়েছে আধুনিক বাংলা গানের একাধিক কালজয়ী সৃষ্টি— যেমন ‘হোক কলরব’। এছাড়াও নাম ছিল না, প্রকৃত জল, ধূসর মেঘ, রোদ বলেছে হবে, মন খারাপের একটা বিকেল বিশেষ উল্লেখযোগ্য।
মৃত্যুর আগে রাজীব আশরাফ অর্ণবের সুরারোপ করা ‘ভাল্লাগে না’ গানটি শুনেছিলেন এবং শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বলে জানান সুনিধি নায়েক। সম্প্রতি ঢাকার বনানীর এক ক্যাফেতে অনুষ্ঠিত অ্যালবাম উন্মোচন অনুষ্ঠানে ‘ভাল্লাগে না’ মিউজিক ভিডিওটি প্রদর্শন করা হয়। ভিডিওটিতে অর্ণব ও সুনিধিকে দেখা যায় ভালোবাসা ও বেদনার এক গল্পে। অর্ণব জানান, “ভিডিওটি আমরা ভোরবেলায় ঢাকার রাস্তায় শুট করেছি।”
অ্যালবামটিতে মোট আটটি গান রয়েছে, যেগুলোর কিছু সমসাময়িক কবিদের লেখা থেকে অনুপ্রাণিত। এর মধ্যে কলকাতার কবি শ্রীজাতের কবিতা অবলম্বনে তৈরি গান ‘জোকার’ জীবনের বিশৃঙ্খলা ও ভঙ্গুরতাকে মেলানকলিক সুরে ফুটিয়ে তুলেছে। আরেকটি গান ‘দুষ্টু ছেলে’, কবি জাহিদ হায়দারের কবিতা থেকে নেয়া।







