চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এশিয়ার কন্টেন্টে আগ্রহ বেড়েছে নেটফ্লিক্সের, বাড়িয়েছে বরাদ্দ

এশিয়ার কন্টেন্টের প্রতি নেটফ্লিক্সের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। আর তাই এশিয়ার কন্টেন্টের পেছনে ১৫ শতাংশ খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স।

গ্লোবাল স্ট্রিমিং অপারেশন নেটফ্লিক্স চলতি বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের লোকাল কন্টেন্টের জন্য ১.৯ বিলিয়ন ডলার খরচ করার পূর্বাভাস দিয়েছে। আগের বছরের থেকে এই বরাদ্দ ১৫ শতাংশ বেশি। এই অঞ্চল থেকে নেটফ্লিক্সের আয় ১২% বেড়েছে, তাই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সিঙ্গাপুর-ভিত্তিক গবেষণা ও বিশ্লেষণ সংস্থার মতে, নেটফ্লিক্সের রেভিনিউ বাড়াতে হলে অস্ট্রেলিয়ার মার্কেটে বিজ্ঞাপনে জোর দিতে হবে এবং জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ফিলিপাইনস ও থাইল্যান্ডের কন্টেন্টের পেছনে খরচ বাড়াতে হবে।

নেটফ্লিক্স এখন পৃথিবীর সবচেয়ে বড় অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সার্ভিস। প্রায় সব ধরনের সিনেমা আর টিভি শোয়ের পাশাপাশি নেটফ্লিক্সের নিজস্ব কনটেন্টগুলোও ব্যাপক জনপ্রিয়। এশিয়া সহ পুরো বিশ্বের মানুষ এখন বড় পর্দার বদলে ঝুঁকেছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সূত্র: ভ্যারাইটি

Labaid
BSH
Bellow Post-Green View