এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দীর্ঘ দিন পর নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সিরিজ জিতে বেশ খুশি বাংলাদেশ দল। ফেডারেশনের এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী অধিনায়ক মিজানুর রহমান।
সিরিজ সেরা খেলোয়াড় মিজানুর রহমান ফেডারেশনের আয়োজন নিয়ে বলছেন, ‘দীর্ঘ দিন পর বাংলাদেশ টেস্ট সিরিজ আয়োজন করেছে। আপনারা দেখে থাকবেন আমরা এশিয়ান গেমসে একবার খেলি তারপর আবার সাফ গেমসে খেলার সুযোগ পাই। ভেতরে অনেক দিন খেলা থাকে না।’
‘তবে এবারের আয়োজন ভিন্ন, ভালো লক্ষণ এটা। বাংলাদেশে খেলতে বিভিন্ন দল আসবে, তাদের সাথে খেলব, আগে থেকে তাদের সম্পর্কে জানতে পারব। হুট করে একটা দল আসবে আর খেলব এমন হবে না আমরা আশা করছি এশিয়ান গেমস, সাফ গেমসে আমরা ভালো করতে পারব।’
পাঁচ ম্যাচের সিরিজে তিন ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মিজানুর রহমান। এ সিরিজের সেরা খেলোয়াড়ও তিনি। বাংলাদেশ সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। ৫১ বছর আগে ভারতের বিপক্ষে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।








