আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও সমমান ৮ দলের সাথে জোট সরকারে একত্রে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
রোববার ২৮ ডিসেম্বর রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকে বলে এসেছে যে আমরা সারাদেশে ৩০০ আসনেই নির্বাচন করতে চাই। কিন্তু ওসমান হাদির মৃত্যুর পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে। তারই অংশ হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আগামীকাল সোমবার আমরা আমাদের প্রার্থী তালিকা ঘোষণা দিব। সমঝোতায় আমাদের প্রার্থীরা নমিনেশন ফরম জমা দিবেন।
এনসিপির প্রার্থীদের মননায়ন প্রত্যাহার ও দল ত্যাগ বিষয়ে তিনি বলেন, আমারা যে সিদ্ধান্ত নিয়েছি টা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে নিয়েছি। মতামত নেওয়ার ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে। সেই ক্ষেত্রে কেউ নির্বাচন করবে কিনা, দলে থাকবে কিনা এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটিতে এনসিপির কেন্দ্রীয় কমিটি সহমত রয়েছে।








