এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২৭তম জাতীয় ক্রিকেট লিগের সময়সূচি জানাল বিসিবি। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট আয়োজক কমিটি জানাল আসর শুরু হবে ২৫ অক্টোবর থেকে। সংস্করণ হবে চারদিনের ম্যাচের।
আসন্ন আন্তর্জাতিক লাল বলের আসরগুলোর প্রস্তুতির জন্য এবং খেলোয়াড়দের প্রস্তুতিতে সহায়তা করার সিদ্ধান্ত বিসিবির। এজন্য ক্রিকেট অপারেশন্স কমিটির পরামর্শ অনুসারে এবং ইভেন্টের টেকনিক্যাল কমিটি প্রথম দুই রাউন্ডের জন্য কোকাবুরা বল ব্যবহারের অনুমোদন দিয়েছে। বাকি রাউন্ডগুলো ডিউক বল দিয়ে খেলা হবে।
এছাড়া ৯ আগস্ট ২০তম সভায় বিসিবি বোর্ড কর্তৃক অনুমোদিত ময়মনসিংহ বিভাগকে প্রথমবারের মতো এনসিএল চারদিনের সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ঢাকা মেট্রো দল আসন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না।








