চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্ষমা চেয়ে ‘পিপ্পা’ নির্মাতা-প্রযোজকদের বিবৃতি

নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃতি

কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেক করে তীব্র সমালোচনার মুখে অস্কারজয়ী এ আর রহমান। দুই বাংলার সংগীত বোদ্ধা থেকে সাধারণ শ্রোতাদর্শকও গানটি নিয়ে রহমানকে তুলোধুনো করছেন!

রাজা কৃষ্ণ মেনন পরিচালিত বলিউড ছবি ‘পিপ্পা’তে ব্যবহৃত হয়েছে গানটি। যা প্রকাশের পরেই সুর বিকৃতির অভিযোগ উঠে। বাংলার শ্রোতা দর্শকের নিন্দা আর প্রতিবাদ বৃথা যায়নি। টনক নড়লো ‘পিপ্পা’র প্রযোজকদের।

Bkash

অফিশিয়াল বিবৃতি দিয়ে সোমবার বিকেলে ক্ষমা চাইলো ‘পিপ্পা’র অন্যতম প্রযোজক প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এর ‘রায় কাপুর ফিল্মস’। সেই সঙ্গে বিবৃতিতে আছে তাদের আত্মপক্ষ সমর্থনের কথাও!

নজরুলের গানটিকে ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছে, এ বিষয়ে তাদের ভাষ্য, “এই গানকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।”

Reneta June

বিবৃতিতে আরো লেখা হয়েছে, ‘‘নজরুল ইসলাম এবং তার সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।’’ এরই সঙ্গে নজরুল-কন্যা কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল বলেও বিবৃতি উল্লেখ আছে। সেখানে জানানো হয়,‘‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’’

সব শেষে ওই বিবৃতিতে লেখা হয়, ‘‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View