চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দু’ধরনের ক্যান্সারে আক্রান্ত নাভ্রাতিলোভা

সাবেক টেনিস তারকা ও ১৮ বারের গ্র্যান্ড স্লামজয়ী মার্টিনা নাভ্রাতিলোভা গলা ও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশনকে দেয়া বিবৃতিতে ক্যান্সারে আক্রান্তের দুঃসংবাদ জানান চেক প্রজাতন্ত্রের তারকা।

নাভ্রাতিলোভাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়দের একজন বিবেচনা করা হয়। একক এবং দ্বৈতে মোট ৪৯টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন ৬৬ বর্ষী সাবেক নাম্বার ওয়ান।

বিবৃতিতে বলেছেন, দুই ধরনের ক্যান্সার গুরুতর হলেও নিরাময়যোগ্য। আমি ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছি। ক্ষণিকের জন্য বাজে অভিজ্ঞতা হতে চলেছে। তবে আমি লড়াই করব।

নাভ্রাতিলোভা ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন। ২০১০ সালে প্রথমবার স্তন ক্যান্সার ধরা পড়লে সুস্থও হয়েছিলেন। জানিয়েছেন, বর্তমানে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে আছে। আগামী সপ্তাহে চিকিৎসা শুরু হবে।

গত নভেম্বরের শুরুতে ক্যান্সার ধরা পড়ে নাভ্রার। এ সময় ঘাড়ে একটি ফোলা দৃশ্যমান হয়েছিল, যা এখনো কমেনি।

সাবেক টেনিস তারকার প্রতিনিধি মেরি গ্রিনহাম বলেছেন, ঘাড়ের ফোলা অংশে বায়োপসি করার পর প্রাথমিক পর্যায়ের ক্যান্সারের অস্তিত্ব মেলে। একই সময়ে গলাতেও ক্যান্সার ধরা পড়ে। স্তন ক্যান্সারের সঙ্গে অবশ্য এটির কোনো সম্পর্ক নেই।

নাভ্রাতিলোভা টেলিভিশন এবং রেডিওতে টেনিস উপস্থাপক হিসেবে কাজ করছেন। ১৬ থেকে ২৯ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের জন্য মেলবোর্নে যাবেন না শারীরিক অবস্থার জন্য। ভিডিওর মাধ্যমে সম্প্রচার কাজে জড়িত থাকবেন।